ফেনী প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের কনস্টেবল মঈনুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাফিক কনস্টেবল বাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত হাজী আবু তাহেরের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোর থেকে মঈনুল ইসলাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল মোড়ে দায়িত্ব পালন করছিল।
সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে দ্রুতগতির বগুড়া-ট (১১-০৭৯৬) নাম্বারের একটি ট্রাক মঈনুলকে চাপা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় মঈনুলকে স্থানীয় উপশম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ট্রাকটি মহাসড়কের বিসিক এলাকায় দাঁড়ানো অবস্থায় উদ্ধার করলেও ঘটনার সঙ্গে জড়িত চালক ও সহকারীকে আটক করতে পারেনি।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফেনীর পুলিশ সুপার রেজাউল হক পিপিএম দুঃখ প্রকাশ করেছেন।