ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৪, ২০১৪ ৮:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

rail
কুমিল্লা প্রতিনিধি :
বগি লাইনচ্যুতির প্রায় তিন ঘণ্টা পর জালালবাদ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার শেষে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে সকাল পৌনে ১০টায় জালালবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।ট্রেনে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার শফিকুর রহমান জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি জালালবাদ এক্সপ্রেস ট্রেন বৃহস্পতিবার পৌনে ১০টার দিকে কুমিল্লা রেলস্টেশনের অদূরে কুমিল্লার সদর উপজেলার জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে এর একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ঘটনা স্থলেই থেমে যায়।
এ ঘটনার পর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
শফিকুর রহমান আরও জানান, কুমিল্লার লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে বেলা সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ শেষ করে। তিনঘণ্টা পর পৌনে ১টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ২৬ নভেম্বর রাতেও কন্টেইনার বাহী একটি ট্রেনের ২টি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে।