রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার চাইপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৯৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বিজিবি।
বুধবার বিকেলে বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মীরগঞ্জ সীমান্ত ফাড়ির একটি নিয়মিত টহলদল এসব ফেনসিডিল জব্দ
করে। উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য তিন লাখ ৯১ হাজার ৬৪০ টাকা।

বিজিবি ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক এইচ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ফেনসিডিল ফেলে পালিয়ে গেছে।ফলে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ফেনসিডিলগুলো প্রচলিত বিধান মোতাবেক যথাসময়ে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।