ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রীয় নেতাদের পথরোধ বিএনপি কর্মীদের

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৫, ২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Kurigram-BNP-photo-2-05
কুড়িগ্রাম প্রতিনিধি :
মেয়াদ উত্তীর্ণ কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির একটি গ্রুপ কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুকে পথরোধ করেন।
শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির নেতারা কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্টে আসলে কয়েক হাজার নেতাকর্মী তাদের পথরোধ করে কমিটি বাতিলের দাবি জানায়।

পরে নেতাদের আশ্বাসে পথ ছেড়ে দেয় নেতাকর্মীরা। এ সময় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশে কুড়িগ্রাম জেলা বিএনপির বিবাদমান দু’গ্রুপের দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করা হচ্ছে।’
এরপর কেন্দ্রীয় নেতারা জেলা বিএনপির অপর গ্রুপের সাথে বৈঠক করেন। বৈঠকে মো. শাহজাহান বলেন, ‘আগামী দুই এক মাসের মধ্যে রাজনীতিতে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন আসবে। আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত কোন সিদ্ধান্ত গ্রহণ করলে রংপুর জেলাকে অচল করে দেয়া হবে। এজন্য সকল নেতাকর্মী এক হয়ে কাজ করতে হবে।’
উল্লেখ্য, বিএনপির নেতারা বিবাদমান কুড়িগ্রাম জেলা কমিটির দ্বন্দ্ব নিরসনে কুড়িগ্রামে আসেন। দীর্ঘ দিন থেকে বিএনপির জেলা কমিটি দু’ভাগে ভাগ হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করে আসছে। একটি গ্রুপে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক নুর ইসলাম নুরু এবং অপর গ্রুপে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি উমর ফারুক, জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান, অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। ২০০৯ সালে ২৮ ফেব্রুয়ারি জেলা বিএনপির দ্বি-বার্ষিক কমিটি গঠন হওয়ার পর জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম স্থায়ীভাবে ঢাকায় বসবাস করায় এবং আন্দোলন সংগ্রামে অংশ না নেয়ায় এ দ্বন্দ্বের সূত্রপাত ঘটে বলে দাবি করছে একটি গ্রুপ।