ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি অপরিহার্য

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৫, ২০১৪ ১১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

tofayel-2
নিজস্ব প্রতিবেদক :
প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি অপরিহার্য। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ চার্টার্ড সেক্রেটারিরা প্রাতিষ্ঠানিক সুশাসন ও উৎকর্ষতা প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশের (আইসিএসবি) পঞ্চম জাতীয় সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১০ সালে চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ জাতীয় সংসদে পাস পূর্বক ইনস্টিটিটউট অব চার্টার্ড অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রতিষ্ঠিত হয়। চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন, বিকাশ ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ বিধিবদ্ধ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয়েছে। যাতে আন্তর্জাতিক মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থায় দক্ষ চার্টার্ড সেক্রেটারি/ব্যবস্থাপক পেশাজীবী তৈরির মাধ্যমে দেশের তালিকাভুক্ত প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশে কর্ম সংস্থানের ব্যবস্থা করা যায়। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনার জন্য দক্ষ জনশক্তি অপরিহার্য। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত দক্ষ চার্টার্ড সেক্রেটারিরা প্রাতিষ্ঠানিক সুশাসন ও উৎকর্ষতা প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আইসিএসবিকে তার মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সহায়তা দেবার আশ্বাস দেন।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদউল্লাহ এফসিএস তার বক্তব্যে দেশের প্রতিষ্ঠানিক ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পেশাগত যোগ্যতায় যোগ্য চার্টার্ড সেক্রেটারি সৃষ্টির প্রয়োজনীতা তুলে ধরেন। পাশাপাশি যথাযথ শিক্ষায় দক্ষ কোম্পানি সেক্রেটারি জনবল সৃষ্টির জন্য পূর্ণাঙ্গ আধুনিক শিক্ষা উপকরণসহ সংস্থার নিজস্ব ভবনের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন। একই সঙ্গে এসব ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের প্রয়োজনীয় সহায়তার জন্য অনুরোধ করেন তিনি।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদউল্লাহ এফসিএসের সভাপতিত্বে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য ফারুক খান, মোহাম্মাদ সানাউল্লাহ এফসিএস, হোসেন সাদাত এফসিএস প্রমুখ।
এর আগে ফিতা কেটে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইনস্টিটিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশে (আইসিএসবি) পঞ্চম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন।