নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম দেশ। কে পাশে থাকলো কে থাকলো না তাতে কিছু আসে যায় না।’
শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সার্ক সম্মেলন ও মালয়েশিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন। এরপরই বিএনপি বলে, আর একটা ধাক্কা দিলে সরকার পড়ে যাবে।
এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এখন স্বাধীন সার্বভৌম দেশ এটা মনে রাখতে হবে। কে পাশে থাকলো বা থাকলো না তাতে কিছু আসে যায় না।’
তিনি বলেন, ‘একাত্তর সালে যুক্তরাষ্ট্র বিরোধিতা করার পরেই আমরা স্বাধীন হয়েছি। এরপর পদ্মাসেতুতে বিশ্বব্যাংক দুর্নীতির অপবাদ দিয়েছে। শুনেছি সেসময় মার্কিন পররাষ্ট মন্ত্রীর নির্দেশেই পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করা হয়। এরপর ৫ জানুয়ারির নির্বাচন আমরা তাদের ছাড়াই করেছি।’
উল্লেখ্য, এর আগে নিশা দেশাইকে দুই আনার মন্ত্রী বলে অভিহিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। এ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্কের অবনতি হবে বলে গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা যে বলেছে তার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে তাকেই জিজ্ঞাসা করুন।’