নিজস্ব প্রতিবেদক : সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডেকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুকে ব্যথা দেখা দেয়ায় শনিবার বিকেল ৪টার দিকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক আব্দুল মজিদ ভূইয়া।
তিনি জানান, লতিফ সিদ্দিকীর পরীক্ষা-নীরিক্ষা চলছে। রিপোর্ট এলেই জানা যাবে তার সমস্যা কী।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের একটি মামলায় তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।