নিজস্ব প্রতিবেদক : নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা পরিচয় দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে ফোন করে অর্থ আত্মসাতের অভিযোগে মারজিয়া জান্নাতি নুপা নামে এক নারীকে আটক করেছে র্যাব।
আটক হওয়া ওই নারী ইসলামী ইন্সুরেন্স লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। শনিবার রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
তবে কবে, কতজন মিলে বা ঠিক কীভাবে এই নারী অর্থ আত্মসাত করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিকেলে সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবে র্যাব।