নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে রাস্তায় পাওয়া সেই ৮০ বছরের বৃদ্ধা হাসিনা বেগম আর নেই। শুক্রবার রাত সোয়া ১১টায় ঢাকায় হলিফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জে তার মরদেহ আনা হয়েছে। তবে হাসিনা বেগমের কোনো স্বজন ও পরিবারের লোকজনকে না পাওয়ায় লাশ দাফনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজম জানান, গত ১ সেপ্টেম্বর নগরীর আয়শা-আলমাস নামে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে পুনর্বাসন করা হয়। সেখানে শুক্রবার তার অবস্থার অবনতি ঘটলে প্রথমে শহরের পলি ক্লিনিক ও পরে ঢাকায় হলিফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। রাত সোয়া ১১টা তার মৃত্যু ঘটে।
ইউএনও আরো বলেন, ‘হাসিনা বেগমের সন্তানদের কোনো পরিচয় না পাওয়ায় নারায়ণগঞ্জেই তার লাশ দাফন করা হবে।’
উল্লেখ্য, চলতি বছরের ১৩ জুলাই ফতুল্লার শাসনগাঁও এলাকাতে রাস্তায় বস্তায় ভরা অবস্থায় হাসিনা বেগমকে উদ্ধার করা হয়। ওই সময় তিনি উদ্ধারকারীদের জানান, তার ছেলে মেয়ে তার ভরণপোষণ না করে উল্টো বস্তায় ভরে ওই স্থানে ফেলে দিয়েছে। তবে হাসিনা বেগম তার সন্তান ও পরিবারের কারো নাম বা ঠিকানা বলতে পারেনি। এ পরিস্থিতিতে হাসিনা বেগমকে উদ্ধার করে প্রথমে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে অনেকেই তার সাহায্যে এগিয়ে আসেন।