সাভার প্রতিনিধি
আশুলিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এবং ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। অজ্ঞাত লাশের পরিমাণ দিনদিন বেড়েই চলছে বলে এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার রনি মিয়ার ভাড়া বাড়িতে মানিক মিয়া নামের এক যুবক বিষপান করলে গুরুতর অবস্থায় তাকে সাভারের গণস্বাস্থ্য মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম নতুন বার্তা ডটকমকে বলেন, “মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” মামলার কাজ চলছে বলেও জানান তিনি।