কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের সাঙ্গে খালেদা জিয়ার গোপন বৈঠক ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই একটি অংশ। যারা গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে সরকারি আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে।’
শনিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, ‘সরকারি চাকরির প্রবিধান অনুসারে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তাদের রাজনৈতিক দলের সঙ্গে গোপন বৈঠক করার সুযোগ নেই, যারা গোপন বৈঠক করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গোপন বৈঠক করার উদ্দেশ্য হলো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। বিএনপি নেতাদের বৈঠকের কথা স্বীকার ও অস্বীকারের মধ্যে প্রমাণ করে গোপন বৈঠক ছিল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।