ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রেলমন্ত্রীর বৌভাত: অতিথি আপ্যায়নে স্পেশাল খাবার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৬, ২০১৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Mujiub-hanufaকুমিল্লা প্রতিনিধি : জমকালো আয়োজনে কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামের শনিবার রেলপথমন্ত্রী মুজিবুল হকের বৌভাত অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে কনের এলাকা চান্দিনা ও চৌদ্দগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে অতিথিরা অংশ নিচ্ছেন। তাইতো ভিআইপি অতিথিসহ সবার খাবারই হবে স্পেশাল।
ইতোমধ্যেই আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠছে চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রাম। মন্ত্রীর বাড়ির পার্শ্ববর্তী স্থানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। জেলাপর্যায়ের দলীয় নেতাকর্মীরাও ওই এলাকায় বিয়ে অনুষ্ঠানকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বরের বাড়িতে তৎপর রয়েছেন।
স্থানীয়রা জানান, মন্ত্রীর বিয়েতে কনের বাড়িতে অনেক ভিআইপি অতিথিও খাবার টেবিলে বসে খাবার পাননি। তাই বৌভাতে যেন এ সমস্যায় পড়তে না হয় সে কারণে অতিথি আপ্যায়ন এবং
খাবারে কোনো বৈষম্য হবে না। খাবারের মেনুতে থাকবে কাচ্চি বিরিয়ানি, মুরগির রেজালা, পায়েস, মিনারেল ওয়াটার এবং কোল্ড ড্রিংকস।
এদিকে নববধূর আগমন উপলক্ষে চৌদ্দগ্রামের মহাসড়কসহ বরের বাড়ি পর্যন্ত দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা ছাড়াও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দলমত নির্বিশেষে সবার মধ্যে বিরাজ করছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ৬৭ বছর বয়সে মুজিব ভাই বিয়ে করেছেন। তাই এই বিয়ে অনুষ্ঠানে যোগ দেয়ার আমেজটাই অন্যরকম।
এছাড়া নববধূকে একনজর দেখার জন্য এলাকার দলীয় নেতাকর্মী, নারী-পুরুষসহ সবাই উন্মুখ। তাই আমন্ত্রণপত্র না পেয়েও অনেকে বৌভাত অনুষ্ঠানে অংশ নেবেন।
গত ৩১ অক্টোবর জেলার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামের মরহুম হাবিব উল্লাহ্ মুন্সী ও জোসনা বেগমের ছোট মেয়ে হনুফা আক্তার রিক্তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৪ নাম্বার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের মরহুম রজ্জব আলী ও মরহুমা সোনাবান বিবির ছোট ছেলে এবং সরকারের রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো. মুজিবুল হক এমপি।
বিয়ের পর ওই দিন বেইলী রোডের মন্ত্রীপাড়ার বাসায় ওঠেন নবদম্পতি। পরে গত ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের ২ নাম্বার এলডি হলে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।