আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আল কায়েদার হাতে বন্দী মার্কিন সাংবাদিক লুক সোমারসকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ইয়েমেনের সেনাবাহিনী উদ্ধার অভিযান চালানোর সময় জঙ্গিরা তাকে গুলি করে।
আল কায়েদার ইয়েমেন শাখার হাতে বন্দী মার্কিন নাগরিক লুক সোমারসকে উদ্ধারে শনিবার ইয়েমেনি সেনারা সাবওয়া প্রদেশের ওয়াদি আবদান আল দাক্কার এলাকায় অভিযান চালায়। এসময় অপহরণকারীরা সোমারসকে গুলি করে। গুরুতর অবস্থায় সেখান থেকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।
সোমারসের বোন বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এফবিআই তাকে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ জানিয়েছে।
এর আগে ইয়েমেনের প্রেসিডেন্ট কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘সোমারসের মৃত্যুর বিষয়ে প্রেস রিলিজ আমি দেখেছি। তবে এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
সোমারস ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করতেন। গত বছর তাকে অপহরণ করা হয়। গত সপ্তাহে আল কায়েদা প্রকাশিত এক ভিডিওতে সোমারসকে হত্যার হুমকি দেয়া হয়।
এরপরপর মার্কিন সেনারা সোমারসকে উদ্ধারে অভিযান চালায়। তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়।
মার্কিন বংশোদ্ভূত সোমারস ইয়েমেনের স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করতেন। গত বছর তাকে অপহরণ করা হয়। গত সপ্তাহে আল কায়েদা প্রকাশিত এক ভিডিওতে সোমারসকে হত্যার হুমকি দেয়া হয়। এরপরপর মার্কিন সেনারা সোমারসকে উদ্ধারে অভিযান চালায়। তবে সেটি পুরোপুরি ব্যর্থ হয়।