ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মুরসি গ্রেপ্তারের নীলনকশা ফাঁস

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৬, ২০১৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

morsi-arrestআন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রধান কৌশলীর কার্যালয় থেকে একটি ‘বানোয়াট’ ভিডিও আড়ালে কারা জড়িত, তা বের করার জন্যে, বিশেষ তদন্ত পরিচালনার নির্দেশ এসেছে। প্রধান কৌশলীর কার্যালয়ের ভাষ্য অনুযায়ী বানোয়াট ভিডিওটির সঙ্গে মিশরের সাবেক রাষ্ট্রপতি মুহাম্মদ মুরসি ও তৎকালীন সামরিক ব্যক্ত্বিরা জড়িত।
শুক্রবার মিশরের মুরসিপন্থী একটি চ্যানেলে একটি ধারণকৃত বাক্যালাপ ভিডিওতে রূপান্তরিত করে প্রচারিত হতে থাকে। সেখানে শোনা যায়, সামরিক ব্যক্তিত্বরা মুরসির বিরুদ্ধে নাগরিক আদালতে উত্থাপিত ‘একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের’ সূত্র ধরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করে চূড়ান্তভাবে অন্তরীণ করার পরিকল্পনা করছে। এ ধারণকৃত বাক্যালাপের পেছনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড জড়িত বলে সন্দেহ করছে মিশরীয় প্রশাসন, এর প্রমানকল্পে শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে।
বাক্যালাপটিকে ভিডিওতে রূপান্তরের সময় জেনারেল মামদুহ শাহিনের ছবি ব্যবহার করা হয়।
মামদুহ শাহিন তৎকালের সামরিক বাহিনীর প্রধান ও বর্তমান নির্বাচিত রাষ্ট্রপতি আব্দেল ফাত্তাহ আল সিসির প্রধান উপদেষ্টা। ধারণকৃত বাক্যালাপে তার কণ্ঠ খুব স্পষ্টভাবে ধরতে পারা গেছে, সেখানে তিনি বারবার আলোচকদের হুঁশিয়ার করে দিচ্ছিলেন, যথেষ্ট প্রমাণাদি দাঁড় করাতে না পারলে, মুরসির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপনের ষড়যন্ত্র মাঠে মারা যাবে।
প্রধান কৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, মামদুহ শাহিনের টেলিফোনে বাক্যালাপকে ধারণ করে তারপর কৌশলে ভাষ্য বদলে আরও কণ্ঠ যুক্ত করা হয়েছে। এর পেছনে জড়িতদের অবিলম্বের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।