আন্তর্জাতিক ডেস্ক, : ইরাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন উর্ধ্বতন এক ইরানি কর্মকর্তা।
ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার বরাত দিয়ে শনিবার ‘দা স্ট্রেইটস টাইমস’ পত্রিকা জানিয়েছে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রহিমপোর আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছেন। সম্প্রতি তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ইরাক সরকারের অনুরোধে তাদের সেনাবাহিনী ওই হামলা চালিয়েছিল। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম সমঝোতা হয়নি।
ইব্রাহিম রহিমপোর লন্ডনে এক সাক্ষাৎকারে বলেছেন,‘আমাদের বন্ধু দেশ ইরাকের প্রতিরক্ষার স্বার্থে আমরা দেশটির উত্তরাঞ্চলে চরমপন্থি সুন্নি জঙ্গিদের বিরুদ্ধে ওই হামলা চালিয়েছিলাম। এ নিয়ে আমেরিকানদের সঙ্গে আমাদের কোনো সমন্বয় হয়নি। কেবল ইরাক সরকার আমাদের সহযোগিতা করেছে।’
উল্লেখ্য, ইরাক সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠ আইএসর বিরুদ্ধে আগস্ট মাস থেকে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট।