নিজস্ব প্রতিবেদক :
কাফরুল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীগামী একটি বাস থেকে তল্লাশি চালিয়ে গতকার ৭ জন ডাকাতকে গ্রেপ্তার করে। আটককৃত আসামিরা হলো- বাচ্চু, শাকিল, রানা, রনি, আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম। উক্ত আসামিদের গ্রেপ্তার করার পর তাদের স্বীকারোক্তিতে সাইফুল নামের আরো একজন আসামিকে পুলিশ আটক করে। আসামিদের দখল থেকে কুমিল্লা মেট্রো-জ-০৪০১২১ জনসেবা পরিবহনের একটি বাস, চাপাতি ২টি, ছোরা ৪টি, স্কস্টেপ কালো ২টি, ১০ টুকরা কাপড় এবং চেতনানাশক মলম উদ্ধার করে।
কাফরুল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল কাইউম দৈনিক পাঞ্জেরীকে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শেওড়াপাড়ার বেগম রোকেয়া স্মরণী হয়ে মহাখালীগামীকুমিল্লা মেট্রো-জ-০৪০১২১ জনসেবা পরিবহনে যাত্রীদের উঠিয়ে তাদের জিম্মি করে ডাকাতি সংঘটিত করবে- এমন সংবাদের ভিত্তিতে কাফরুল থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কাফরুল থানাধীন আইডিবি ভবনের বিপরীতে স্পিড ব্রেকারের কাছে পুলিশ অবস্থান নেয়। আনুমানিক ভোর ৪টা ২০ মিনিট সময়ে পুলিশ উক্ত গাড়িটির পিছু ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ কাফরুল থানাধীন বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রের সামনে উক্ত আসামিসহ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৪, তারিখ- ০৩-০৯-২০১৪, ধারা-৩৯৯/৪০২।