বিনোদন ডেস্ক :
সন অফ সর্দার সিনেমার শুটিং করতে গিয়ে বন্ধুত্বের সূত্রপাত অজয় দেবগণ আর সোনাক্ষী সিনহার। দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে অ্যাকশন জ্যাকসন চলচ্চিত্রে। দুজনের বন্ধুত্ব এতটাই গাঢ় যে সিনেমার শুটিং সেট ছাড়াও অজয় আর সোনাক্ষীকে অনেকবার বিভিন্ন জায়গায় আড্ডা মারতে দেখা যাচ্ছে। তাই নিয়ে বেজায় চটেছেন অজয়ের স্ত্রী কাজল। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
শোনা যাচ্ছে, কাজল নাকি বহুবার অজয়কে সোনাক্ষীর কাছ থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু অজয় সে কথা না মানায় কাজল সোনাক্ষীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে।
কাজল যে সোনাক্ষীকে খুব একটা পছন্দ করেন না‚ তা জানা সত্ত্বেও অজয় কিছুদিন আগে একটা অনুষ্ঠানে মন্তব্য করেন যে, সোনাক্ষী আর কাজলের মধ্যে একটা বড় মিল আছে। দুজনেই কথা বলতে ভালোবাসেন। সোনাক্ষী তা জানতে পেরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানান, অজয় খুব কম কথা বলেন তাই ওকে বেশি কথা বলতে হয় ব্যালেন্স করার জন্য।
এখন কাজল আর সোনাক্ষীর কোল্ড ওয়ার পুরোদমে চলছে। এ কথা বলিউডের মোটামুটি সবাই জানে।