স্পোর্টস ডেস্ক : আসন্ন ২০১৫ সালের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকছেন দলটির অভিজ্ঞ অফস্পিনার সাইদ আজমল, অলরাউন্ডার শোয়েব মালিক, উইকেটকিপার ব্যাটসম্যান কামরান আকমল এবং চোটগ্রস্থ পেসার জুনাইদ খান।
শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ একটি সূত্র থেকে আরো জানা গেছে যে প্রিলিমিনারি দলে জায়গা পাচ্ছেন বর্ষীয়ান ইউনুস খানও। যাকে কিছুদিন আগেও পাকিস্তানের ওয়ানডে দলে অবিচ্ছেদ্য ভাবতে পারেনি পিসিবি।
তবে সাইদ আজমলকে নিয়ে পাকদের বিশ্বকাপ পরিকল্পনা থাকলেও এখনো তাকে নিয়ে পুরো নিশ্চিন্ত নয় পিসিবি। কেবলমাত্র আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গ্রিন সিগন্যাল পাওয়ার পরই চূড়ান্ত দলে জায়গা পেতে পারেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।
অর্থাৎ, আজমলের অবৈধ বোলিং অ্যাকশন যদি পরীক্ষায় আবারো বৈধতা অর্জন করতে পারে তবেই কেবলমাত্র বিশ্বকাপের স্বপ্ন পূরণ হতে পারে তার। সেক্ষেত্রে তরুণ স্পিনার ইয়াসির শাহের কপাল পুড়তে পারে।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে শুরু হবে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সেই খেলাটি।
পাকিস্তান ‘বি’ গ্রুপে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। ১৫ ফ্রেবুয়ারি আহমেদ শেহজাদ-শহীদ আফ্রিদিদের প্রথম ম্যাচ।