স্পোর্টস ডেস্ক : জুনিয়র এএইচএফ কাপে শেষ ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শ্রীলংকাকে ৭-০ ব্যবধানে হারিয়ে টানা চতুর্থ ম্যাচে দুরন্ত এক জয় পেয়েছে স্বাগতিকরা।
এক ম্যাচ আগেই ফাইনাল ও যুব এশিয়া কাপ নিশ্চিত করে রেখেছিল লাল সবুজ জার্সিধারী বাংলাদেশের খেলোয়াড়রা। শেষ ম্যাচে জয় পাওয়ায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে পাড়ি দিল তারা। চার ম্যাচের সব কয়টিতে জয় নিয়ে সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ।
চাইনিজ তাইপে ও ওমানের সংগ্রহ সমান ৭ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে বাংলাদেশের সঙ্গী ওমান।
ম্যাচ শুরুর নয় মিনিট পার হতেই এগিয়ে যায় বাংলাদেশ। এসময় সরোয়ারের সহায়তায় গোল করেন মিলন (১-০)। আট মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুন করেন কৌশিক (২-০)।
ম্যাচের ২৩ মিনিটে আশরাফুলের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির আগে আরও একবার শ্রীলংকার জালে বল পাঠায় লাল-সবুজরা। এসময় রব্বির রিভার্স হিট আশ্রয় নেয় প্রতিপক্ষের গোলে (৪-০)।
দ্বিতীয়ার্ধের ৪৪তম মিনিটে গোল করে স্বাগতিকদের ৫-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যায় রোমান। তিন মিনিট পরে আবারও গোল পায় লাল-সবুজ শিবির। এবার বলের যোগান দেন রোমান। আর এসময় লংকানদের গোলে বল পাঠিয়ে ব্যাক্তিগত দ্বিতীয় গোল করেন রাব্বি (৬-০)।
ছয় মিনিট বাকি থাকতে আরও একবার ব্যবধান বাড়ায় লাল-সবুজ শিবির। এসময় ব্যাক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে সপ্তম গোল করেন রোমান (৭-০)।