ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাউন্সারের ডাক দিলেন পন্টিংও

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৬, ২০১৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

pontingস্পোর্টস ডেস্ক : অ্যাডিলেড টেস্টের উত্তাপ বাড়িয়ে দিলেন দুই অস্ট্রেলিয়ান। মার্ভ ‍হিউজের পর বাউন্সারের ডাক দিলেন রিকি পন্টিংও।
গতকাল সাবেক অস্ট্রেলিয়ান পেসার হিউজ বলেছিলেন, ‘অ্যাডিলেট টেস্টের প্রথম বলে বাউন্সার দাও’। ওই একই কথা ঘুরিয়ে বলছেন সাবেক অসি অধিনায়ক পন্টিংও। ‘দ্য অস্ট্রেলিয়ান’- এ নিজের লেখা কলামে প্যান্টার লিখেছেন, ‘মঙ্গলবার অ্যাডিলেড টেস্টের প্রথম বলেই বাউন্সার দেখলে ভালো লাগবে আমার। এটা চারপাশের গুমোট পরিবেশটাকে কিছুটা বদলেও দেবে।’
তাহলে কি ফিল হিউজের মার্মন্তিক মৃত্যুর আঁচ উবেই গেল? একদমই না। মার্ভ হিউজ ও রিকি পন্টিংয়ের এই বাউন্সার আকুতির পেছনেও সেই ফিল হিউজ কাণ্ডই। সাবেক অসি পেসার বলছেন, ‘বাউন্সার ছাড়া বোলিং হলে বেশি করে মনে হবে ফিল হিউজের কথা। সেক্ষেত্রে ওই গুমোট ভাবটা কাটানোর জন্য আমার এই পরামর্শ।’ একই কথাটা ঘুরিয়ে লিখেছেন পন্টিংও।