ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৬, ২০১৪ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

BAN-vs-SRIস্পোর্টস ডেস্ক : এএইচএফ হকি কাপের ফাইনালে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ওমান।
রোববারের ফাইনালে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে লড়বে সরোয়ার-মিলনরা। শনিবার মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে তাইনিজ তাইপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ওমান। তাতে দু দলের পয়েন্ট সমান হলেও গোল গড়ের ব্যবধানে ফাইনালে নাম লেখায় ওমানিজরা।
শনিবারের খেলায় প্রথমে এগিয়ে গিয়েছিল তাইনিজ তাইপেই। ম্যাচের ৪৫ মিনিটে সি চেংয়ের সাহায্যে গোল করেন সু চিং। তবে খেলার শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে সমতা ফেরাতে সমর্থ হয় ওমান। সালমিন আলির পুশ থেকে গোল করেন হাসানি মুহান্না। এরপর কোনো দলই আর লক্ষ্যভেদ করতে পারেনি। ফলে ১-১ গোলে শেষ হয় ম্যাচটি।
দুই জয়, এক হার ও এক ড্রয়ে ওমানের সংগ্রহ ৭ পয়েন্ট। চাইনিজ তাইপেও সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। তবে গোল গড়ের ব্যবধানে এগিয়ে আছে ওমান। ওমানের গোল ব্যবধান +৪ ও তাইপের গোল ব্যবধান -১। ফলে ফাইনালে বাংলাদেশের বিপক্ষে লড়বে ওমান।
একই টুর্নামেন্টের শীর্ষ দুই দল হিসেবে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য যুব এশিয়া কাপে সুযোগ পেয়েছে স্বাগতিক বাংলাদেশ ও ওমান।  ড্র করেও যুব এশিয়া কাপে অংশ নেয়ার সুযোগ থেকে বঞ্চিত হলো তাইপে। আর তাইপের সমান পয়েন্ট নিয়েও ওমান গোল ব্যবধানে এগিয়ে থেকে সুযোগ পেয়েছে যুব এশিয়া কাপে।