নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে গোড়ান বাজার এলাকায় আব্দুস সালাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। আব্দুস সালাম একজন মুদি ব্যবসায়ী।
রোববার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
তাকে তৎক্ষনাত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, তিনি মুদি দোকান থেকে টাকা রাখার জন্য ব্যাংকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুইজন মুখোশধারী ব্যক্তি তাকে গুলি করে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।