খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে ইউপিডিএফর গুলিতে স্কুলের শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিহতের প্রতিবাদে জেলা সদর ও মানিকছড়িতে বিক্ষোভ শুরু হয়েছে। এ ঘটনায় মিছিল ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে মারমা সম্প্রদায়ের বিক্ষোভকারীরা।
রোববার সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া এলাকা থেকে ইউপিডিএফের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বর্ণিভর এলাকার দিকে যেতে চাইলে চেঙ্গীস্কোয়ার মোড়ে পুলিশ মিছিলে ব্যারিকেড দেয়। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে সামনে গেলে কলেজ গেইট এলাকায় আবারো ব্যারিকেডের সম্মুখীন হয়।
ভাঙচুর শিক্ষক নিহত: গাড়ি ভাঙচুর অবরোধ
পরে মিছিলকারীরা সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, একটি আবাসিক হোটেল ও একটি দোকানের বাইরের গ্লাস ভেঙে দেয়।
একই দাবিতে জেলার মানিকছড়ি উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুনের ঘটনার প্রতিবাদে সদরে বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম।