নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তলব করেছেন হাইকোর্ট। আগামী জানুয়ারিতে তাকে স্বশরীরে আদালতে উপস্থিত হয়ে ইছামতি ও ধলেশ্বরী নদী দখল সংক্রান্ত কাগজপত্র দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ২ জুন দৈনিক প্রথম আলো পত্রিকায় নদী দখল করে মার্কেট নির্মাণ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
অপর এক আদেশে আদালত, ওই প্রতিবেদন সংক্রান্ত নথিপত্রও দাখিল করতে বলেছেন।