আন্তর্জাতিক ডেস্ক : চার মাস ধরে আটক মার্কিন সাংবাদিক জ্যাসন রেজাইয়ানের বিরুদ্ধে রবিবার আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করেছে ইরানের একটি আদালত। তবে ওয়াশিংটন পোস্টের এ সংবাদদাতার বিরুদ্ধে কী বিষয়ে চার্জ গঠন করা হয়েছে তা জানা যায়নি।
মার্কিন নাগরিক ও ওয়াশিংটন পোস্টের সংবাদদাতা জ্যাসন রেজাইয়ান ও তার ইরানি স্ত্রী ইয়েগানে সালেহকে গত জুলাইয়ে আটক করে ইরান। ইয়েগানেকে গত অক্টোবরে মুক্তি দিলেও জ্যাসনের আটকাদেশ অব্যাহত রাখা হয়েছে।
ওয়াশিংটন পোস্টের একটি সূত্র জানিয়েছে, রবিবার জ্যাসনকে তেহরানের একটি আদালতে হাজির করা হয়। আদালতে তিনি প্রায় ১০ ঘন্টা অবস্থান করেন। এসময় মামলা সংক্রান্ত কিছু কাগজপত্রে তার স্বাক্ষর নেয়া হয়।
এ ঘটনায় ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক মার্টিন ব্যারন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘পোস্টের ইরান সংবাদদাতা জ্যাসনের বিরুদ্ধে অজ্ঞাত অভিযোগে চার্জ গঠনের খবরে আমরা ক্ষুব্ধ। কোন আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়া জ্যাসনকে কেন চার মাসের বেশি সময় ধরে আটক করা হয়েছে ইরান সরকার এখনও তার ব্যাখ্যা দেয়নি।’