আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় আসার পর দেশটিতে বর্ণবাদী সাম্প্রদিয়কতা সবচেয়ে বাজে অবস্থায় পৌঁছেছে।
শনিবার ভেনেজুয়েলার তেলেসুল টিভি নেটওয়ার্ক নামে একটি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সম্প্রতি এরিক গার্নার নামে এক কৃষ্ণাঙ্গ পুলিশের হাতে নিহত হলে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জ গঠনে অস্বীকৃতি জানায় প্রধান বিচারকমণ্ডলী। এ ঘটনাকে নাটকীয় ও নিষ্ঠুর উল্লেখ করে মাদুরো বলেন, ওবামা আসার পর থেকেই যেন যুক্তরাষ্ট্রে বর্ণবাদী সাম্প্রদায়িকতা বেড়েছে।
লাতিন আমেরিকার এই সমাজতান্ত্রিক নেতা বলেন, কিছু বিষয়ে আমি দুঃখিত, কারণ ওবামাকে আামি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। কিন্তু আমি মনে যুক্তরাষ্ট্রের সব ক্ষমতা তার হাতেই রয়েছে এবং তিনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ক্লান্ত, নিঃশেষিত।
১৯৯৯ সালে সমাজতান্ত্রিক নেতা হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার পর ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হতে শুরু করে। চলতি বছর ফেব্রুয়ারিতে বিরোধীদলীয় নেতা লিওপোল্ডো লোপেজকে কারাদণ্ড দেয়ার তীব্র সমালোচনা করেছিল যুক্তরাষ্ট্র। মাদুরোকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গত সপ্তাহে আরেক বিরোধী নেতা মারিয়া কারিনা মাচাদোকে অভিযুক্ত করারও তীব্র সমালোচনা করেছে মার্কিন প্রশাসন।
ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাসের কর্মকাণ্ডের সমালোচনা করে মাদুরো বলেন, তারা ভয়ঙ্কর আচরণ করছে। তাদের হস্তক্ষেপ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মুল্যায়ন করা হচ্ছে।