মিরপুর ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের দুর্নীতির তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিন এ তদন্ত প্রতিবেদন জমা দেন।
এদিকে ঢাকা-১৪ আসনের সরকার দলীয় এই সংসদ সদস্য আসলামুল হকের দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, পাঁচ বছরে স্বামী-স্ত্রীর জমি বেড়েছে ১৪০ একরের বেশি। আর বাড়তি এই জমির মূল্য দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা, যা অবিশ্বাস্য।
পাঁচ বছরে আসলামুল হকের শুধু সম্পদই বাড়েনি, বেড়েছে শিক্ষাগত যোগ্যতাও। ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন অষ্টম শ্রেণী পাস। আর সর্বশেষ তিনি বিবিএতে (স্নাতক ব্যবসায় প্রশাসন) অধ্যয়নরত বলে হলফনামায় উল্লেখ করেন।