তথ্যপ্রযুক্তি ডেস্ক : মাত্র ৬ হাজার টাকায় নয়া স্মার্টফোন বাজারে আনছে মাইক্রোম্যাক্স। নয়া এ স্মার্টফোনের নাম ক্যানভাস এক্সপ্রেস।
ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ভার্সন। ৪.৫ ইঞ্চির এই ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর। ক্যানভাস এক্সপ্রেসের রিয়ার ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল।
ফোনটিতে রয়েছে এক জিবি র্যাম এবং এক্সটারনাল মেমোরি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ান যাবে। তবে ফোনটির ইন্টারনাল মেমোরি কত জিবি তা এখনও জানানো হয়নি।
এক্সপ্রেস ফোনটিতে আছে বাজারে থাকা অন্যান্য ফোনের মতোই ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও এফএমের সুবিধা। এই স্মার্টফোনটির ব্যাটারি ১৯৫০ এমএএইচ। আপাতত ভারতে অনলাইনে ফোনটি বিক্রি হচ্ছে। তবে দেশে বাজারে ফোনটি কবে আসবে তা জানা যায়নি।