স্পোর্টস ডেস্ক : রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের বাঁচন-মরণ ম্যাচে সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না ম্যানসিটি। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে কনুইয়ের লিগামেন্টে চোট পান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এদিন প্রতিপক্ষের আতিথ্য নিতে গিয়ে খেলার ৩ মিনিটেই বসনিয়ান ডিফেন্ডার মোহাম্মদ বেসিকের কড়া ট্যাকলের শিকার হন আগুয়েরো। আর এরপর ব্যথা নিয়ে মাঠও ছাড়েন সাবেক অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার। অথচ আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ইতালির রোমার মুখোমুখি হবে ইংলিশ চ্যাম্পিয়নরা। যে ম্যাচটিতে একমাত্র জয়ই পারে সিটিজেনদের নকআউট পর্বের স্বপ্ন জিইয়ে রাখতে। সেই ম্যাচে নিজেদের সেরা অস্ত্রকে পাচ্ছে না ইত্তিহাদ স্টেডিয়ামের অধিবাসীরা।
শনিবার ম্যাচ শেষে ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলেন, ‘সম্ভবত রোমা ম্যাচে খেলা হচ্ছে না আগুয়েরোর। সেটা বড় একটা সমস্যা। কারণ লিগামেন্টে ব্যথা পাওয়ার পর তিন দিনে সেরে ওঠাটা খুব কষ্টসাধ্য। প্রসঙ্গত, ১৪ গোল নিয়ে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা কুন আগুয়েরোই। তার পর আছেন চেলসির ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়াগো কস্তা।