ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মরদেহ এফডিসিতে নিতে নিষেধ করেছিলেন খলিল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৭, ২০১৪ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

khalil
বিনোদন ডেস্ক : কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুর পর রীতি অনুযায়ী তার মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়নি। কারণ মৃত্যুর আগেই তিনি তা বারণ করেছিলেন। একই ধারাবাহিকতায় তখন অভিনেতা খলিলও নিজের মরদেহ এফডিসি কিংবা অন্য কোথাও শ্রদ্ধা নিবেদনের জন্যে নিয়ে যেতে নিষেধ করেছিলেন।
তিনি তখন বলেছিলেন, ‘আপনাদের সবার কাছে বলে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার মরদেহ আমার বাড়িতেই যেন রাখা হয়। এফডিসি বা অন্য কোথাও যেন না নেয়া হয়। আমার বাড়ির পাশে কবরস্থান আছে, সেখানেই যেন আমাকে কবর দেয়া হয়। অযথাই আমার মরদেহ নিয়ে টানাটানি যেন কেউ না করেন।’
এদিকে রোববার সকালে অভিনেতা খলিলের মুত্যুর পর এখন পযর্ন্ত তার মরদেহ কোথাও নেয়া হবে কিনা কিংবা কোথায় দাফন করা হবে তা জানা যায়নি।