ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা যুদ্ধে শিশু-কিশোর

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৭, ২০১৪ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

kishor-joddhaজেলা প্রতিনিধি : আমরা ভয়ঙ্কর কিছু বিষয় বা নির্মম পরিস্থিতিতে শিশুদের জড়াতে চাইনা। কিন্তু যুদ্ধ বা স্বাধীনভাবে বেঁচে থাকার প্রশ্নে কোনো ভেদাভেদ থাকে না। তোমরা হয়তো জানো শুধু বড়রাই যুদ্ধ করে এদেশের লাল সবুজ পতাকা অর্জন করেছিল। কিন্তু শুনে অবাক হবে অনেক শিশু-কিশোরও একাত্তরের রণাঙ্গনে জীবন বাজী রেখেছিল। কেউ বা ইনফরমার হয়ে কাজ করে মুক্তিবাহিনী সাহায্য করেছে। এদেশের স্বাধীনতার সূর্য ছিনিয়ে আসনে প্রাণ দিয়েছিল শত কিশোর।
স্বাধীনতা বাংলা ও বাঙালির গর্ব। ১৯৭১ সালের দীর্ঘ নয় মাসের রক্তাক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করেছে এই মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব।
এক পরিসংখ্যানে দেখা গেছে, মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রায় ৪ লাখই ছিল শিশু-কিশোর। আর যেসব নারী সম্ভ্রম হারিয়েছেন তাদের মধ্যে প্রায় অর্ধেকই ছিল কিশোরী।
রাতের আঁধারে অথবা প্রয়োজনীয় যেকোনো মুহূর্তে এক ক্যাম্পের খবর অন্য ক্যাম্পে পৌঁছে দিয়েছে তোমাদের মতো শিশুরা। তারা গ্রামের বিভিন্ন বাড়ি থেকে খাবার সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। আবার বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের গুপ্তচর হয়ে পাকিস্তানি শিবিরে ঢুকে সংবাদ বা কোনো প্রয়োজনীয় তথ্য মুক্তিযোদ্ধাদের জানিয়েছে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের ক্যাম্প থেকে অস্ত্র ও গোলাবারুদের তত্ত্বাবধায়ন করা, মুক্তিযোদ্ধাদের সঙ্গে থেকে গোলাবারুদ ও অস্ত্র সরবরাহ করাসহ যুদ্ধক্ষেত্রে নিজের সঙ্গে অস্ত্র নিয়ে বেড়ানোসহ মুক্তিযোদ্ধাদের অন্যান্য ছোট খাটো কাজ করেছে শিশু-কিশোররা।
যুদ্ধ শেষে স্বাধীনতার আনন্দ মিছিল ও উৎসবেও ছিল বাংলার শিশুদের অভূতপূর্ব অংশগ্রহণ। মুক্তিযুদ্ধ বিয়ষক বিভিন্ন আলোকচিত্র এবং ভিডিওতে শিশুদের গুরুত্বপূর্ণ অবদানের চিত্র তোমরা নিশ্চয়ই দেখেছ।
চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’, তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রে তোমরা দেখতে পেয়েছ মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অংশগ্রহণের চিত্র। এছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গল্প, উপন্যাস ও নাটকের মাধ্যমে খুব সুন্দরভাবেই বর্তমানে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অংশগ্রহণের কথা।
আরেকটি কথা না বললেই নয়। যারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন, তাদের কাছে দাবি, শিশু মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথাও সবাইকে জানাতে হবে।