কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসির) গুদাম থেকে ৮৬ হাজার ৭২০ বস্তা নন ইউরিয়া সার গায়েব হওয়ার ঘটনায় গুদামের ভারপ্রপ্ত পরিচালক রেজাউল করিমকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে কিশোরগঞ্জ থানা পুলিশ টাঙ্গাইল থেকে তাকে আটক করে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, দুপুর সাড়ে ১২টায় রেজাউল করিমকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএডিসির গুদাম থেকে ৮৬ হাজার ৭২০ বস্তা সার গায়েব হয়ে যায়। ৩৩৬ মে. টন ওজনের এসব সারের দাম প্রায় সাড়ে সাত কোটি টাকা। গুদাম থেকে সার খোয়া যাওয়ার ঘটনায় কিশোরগঞ্জ জেলা বিএডিসির সহকারী পরিচালক (গুদাম) শহিদুল্লাহ শেখ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। ভৈরব বিএডিসি গুদামের ভারপ্রাপ্ত পরিচালক (সার) রেজাউর করিম ও গুদাম রক্ষক খুর্শেদ আলমকে এ মামলায় আসামি করা হয়। একই সাথে গুদামের দায়িত্বে থাকা ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।