নারায়ণগঞ্জ প্রতিনিধি :
জেলার আড়াইহাজারে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুলি আ. লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আম্বার আলীর সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়ার সোমবার কথা কাটাকাটি হয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পরে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে লিয়াকত, মোতাহার, সামসু, রহিমা রব মিয়া নামে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষের সময়ে উভয় পক্ষের অন্তত ২০টি বসত ঘর ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে মোতাহার হোসেনের অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।