
নিজস্ব প্রতিবেদক :
বিগত দুই দশক ধরে পাহাড়ে যে অশান্তি চলছে তা দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন।
ভূমি সমস্যা সমাধানে ভূমি কমিশনকে আরো সক্রিয় হতে হবে বলেও জানান শেখ হাসিনা।
ভূমি আইনে সমস্যর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এ ধরনের সমস্যা সমাধানে পাহাড়ি-বাঙালি উভয় পক্ষকে আলোচনায় বসে সমাধান করতে হবে।
শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সাময়িকভাবে অনেকেই বন্ধু সেজে সহযোগিতার হাত বাড়াতে পারে, তাদের উদ্দেশ্য ভালো নয়। এদের ব্যাপারে সাবধান থাকতে হবে।