ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে যাদের মুখোমুখি হবে বাংলাদেশ
দুই প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপ শুরু টাইগারদের

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৮, ২০১৪ ৮:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

bd
স্পোর্টস রিপোর্টার :
তাসমান সাগর পাড়ে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।
১৪ ফেব্রুয়ারি ক্রীড়াযজ্ঞের চূড়ান্ত লড়াই শুরুর আগে ৯ ফেব্রুয়ারি শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির ম্যাচ খেলবে টাইগাররা। এর তিন দিন বাদে অর্থাৎ, ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের সামনে দাঁড়াবে মাশরাফি মর্তুজা বাহিনী।
প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপ উদ্ধোধনীর চার দিন পর ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরা ওভালে নবাগত আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি বিশ্বকাপের ১১তম ম্যাচে মাইকেল ক্লার্ক বাহিনীর সামনে দাঁড়াবে মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।
এরপর বিশ্বকাপ অভিযাত্রায় নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কা এসে দাঁড়াবে বাংলাদেশের সামনে। ২৬ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর সাত দিন বাদে অনেকটা নির্ভার হয়ে মাঠে নামতে পারবে টাইগাররা। কারণ, এদিন নিজেদের সবচেয়ে সহজ প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
মার্চের ৯ তারিখে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মাশরাফি বাহিনী খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর ১৩ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। হ্যামিল্টনের সেডন পার্কে হবে সেই খেলাটি। প্রসঙ্গত, ‘এ’ গ্রুপে স্বাগতিক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের সঙ্গে পড়েছে বাংলাদেশ।