নিজস্ব প্রতিবেদক :
গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যে সরকারি কর্মকর্তারা বৈঠক করেছেন তাদের সনাক্ত করা হয়েছে এবং শিগগিরিই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
মঙ্গলবার দুপুরে তিনি এক সাংবাদিককে এ তথ্য জানান। পরে অন্য সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি আর কথা বলেননি। এক কর্মকর্তার মাধ্যমে জানান, একবার বলেছেন, দ্বিতীয়বার তিনি এ বিষয়ে কথা বলবেন না। এ নিয়ে একটি টিভিতে যে স্ক্রল চলছে, তা ঠিক আছে।
পরে জানা গেছে, একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার গুলশান কার্যালয়ে যারা বৈঠক করেছেন তাদের সনাক্ত করা গেছে। বিষয়টি সরকার সহজভাবে নিচ্ছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।