সাভার প্রতিনিধি :
ধামরাইয়ে একটি শ্রমিকবাহী বাস খাদের পড়ে অন্তত পক্ষে দশ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ধামরাই উপজেলার সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহতরা সবাই ধামরাইয়ের সাটুরিয়া এলাকার তারাশিমা এ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ধামরাইয়ের সুতিপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে একটি শ্রমিকবাহী বাস একই উপজেলার সাটুরিয়া এলাকার তারাশিমা এ্যাপারেলস পোশাক কারখানার উদ্দেশ্যে রওনা দেয়। পরে বাসটি সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এসময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে থাক্কা লাগলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে কমপক্ষে দশ শ্রমিক আহত হন।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।