ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

দুদকের অনুসন্ধান খুবই দুর্বল

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৯, ২০১৪ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

Dudok
নিজস্ব প্রতিবেদক :
আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক কর্মদক্ষতা ও স্বচ্ছতা দিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলায় আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাবেক প্রধান বিচারপতি বলেন, ‘দুদককে কেউ স্বীকৃতি দেবে না। কাজের মাধ্যমে সেই স্বীকতি অর্জন করতে হবে।’
এবিএম খায়রুল হক বলেন, ‘মানুষ এখন যেমন পুলিশের কাছে যেতে ভয় পায়, তেমনই দুদকের কাছে যেতেও ভয় পায়। এভাবে চলতে থাকলে মানুষ এক সময় বিচারবিভাগের ওপর আস্থা হারিয়ে ফেলবে।’
সাবেক প্রধান বিচারপতি আরো বলেন, ‘দুদক অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট দিলেও আদালতে গিয়ে বেশিরভাগ আসামি খালাস পেয়ে যায়। শুধু চার্জশিট দিয়ে দায়-দায়িত্ব এড়াতে পারে না দুদক। তাদের অনুসন্ধান খুবই দুর্বল। আর এ কারণে আসামিরা খালাস পেয়ে যাচ্ছে।’
দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চপ্পু টিআইবির কড়া সমালোচনা করে বলেন, ‘টিআইবির
বাংলাদেশ অফিস থেকে টিআই সদর দপ্তরে ঠিক উল্টো রিপোর্ট পাঠানো হয়েছে। সংস্থাটি উদ্দেশ্যমূলকভাবে এ কাজ করেছে। কারো এজেন্ডা বাস্তবায়ন করতেই টিআইবি এসব করছে।’
খালেদা জিয়ার উদ্দেশ তিনি বলেন, ‘আপনার শাসনামলে বাংলাদেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।’
দায়মুক্তির বিষয়ে বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দুদক কাউকে দায়মুক্তি দেয় না। বঙ্গবন্ধুর খুনি মোশতাককে দায়মুক্তি দেয়ার ঘটনা দেশের প্রথম ও একমাত্র দায়মুক্তির ঘোষণা।’
সকালে দুর্নীতিবিরোধী র‌্যালি শেষে ওই আলোচনার আয়োজন করা হয়। দুদকের সচিব মাকসুদুল খান এতে সভাপতিত্ব করেন।