চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা ৬ বিজিবির হাতে গত সাত মাসে আটক হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনের রাস্তায় মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ পশ্চিম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন-বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার জাবেদ সুলতান, চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
৬ বিজিবি জানিয়েছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সাত মাসে চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে আটক করা ২৫ হাজার ৬শ ৫১ বোতল ফেন্সিডিল এবং প্রায় ৩১ কেজি গাঁজা আজ জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা।