নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রাথমিক শিক্ষকরা যা পায় ইবতেদায়ি শিক্ষকরাও পর্যায়ক্রমে তা পাবেন।
তিনি বলেন, ‘এদেশে কিছু দিলে আমরাই দেবো, অন্য কেউ দেবে না। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করেন। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা দেবো।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইবতেদায়ি শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের জাতীয় স্কেলে বেতনের দাবিতে এ শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।
কামরুল বলেন, ‘আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা দেবো। দোয়া করেন, যাতে আল্লাহ আমাদের স্কুল ও মাদরাসাকে একই দৃষ্টিতে দেখার তৌফিক দান করেন।’
তার এ বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী ৫শ টাকা ভাতা দেয়ার ঘোষণা দিলে শিক্ষকরা হট্টগোল শুরু করেন। সমস্বরে বলতে থাকেন ৫শ টাকা কিছু না। সে পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী তার বক্তব্য চালিয়ে যান।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘অনেকে গোয়েবলসীয় কায়দায় বলে, মাদরাসা জঙ্গি তৈরির কারখানা। আমি এটা সমর্থন করি না। কোনোভাবেই মাদরাসা জঙ্গি তৈরির কারখানা নয়। বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে চারদলীয় জোট। তারা বিভিন্ন সময় আপনাদের ব্যবহার করতে চেয়েছে।’
এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কারো দ্বারা ব্যবহৃত হবেন না। ইসলামের নির্দেশনা ও নবী করিম (সা.) এর বাণী অনুযায়ী চলতে হবে। মনে রাখতে হবে, আপনারা নায়েবে রাসূল। এদেশের মানুষের সর্বোচ্চ শ্রদ্ধার পাত্র। আপনাদের এ অবস্থান ধরে রাখতে হবে।’
খালেদা জিয়ার উদ্দেশে সাবেক এই আইন প্রতিমন্ত্রী বলেন, ‘বেগম জিয়া আপনি যে জঙ্গি তৈরি করছেন, এই জঙ্গিরাই একদিন আপনাকে ছোবল মারবে। সেদিন বেশি দূরে নয়।’
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহাসচিব কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা সাগর আহমেদ শাহীন প্রমুখ।