ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাসিরন বেওয়াকে নির্যাতনের ঘটনা তদন্তের নির্দেশ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৯, ২০১৪ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

Highcourt
নিজস্ব প্রতিবেদক :
পুলিশ হেফাজতে থাকাকালীন নির্যাতনের ঘটনা তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই তদন্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ১৯৫/১৪ মামলাটি প্রত্যাহারের চাপ ও ভয়ভীতিকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ওই মামলার বাদী বাসিরন বেওয়ার বাড়িতে আইনগত পদ্ধতি ছাড়া বিনা অনুমতিতে পুলিশ প্রবেশ ও তল্লাশি না করার নির্দেশ দিয়েছেন আদালত।
রংপুরের এএসপি (সার্কেল), কাউনিয়া থানার ওসিকে এ বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়েছে।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, রংপুরের এসপি, এএসপি, কাউনিয়া থানার ওসিসহ সংশ্লিষ্টদেরকে আগামী দুই সপ্তাহর মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০১২ সালে রংপুরের কাউনিয়া থানার বাসিরন বেওয়াকে পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করেন ওই থানার এসআই আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় বাসিরনের ভাই শহীদুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ারের পর তা প্রত্যাহারের জন্য পুলিশের পক্ষ থেকে বার বার ভয়ভীতি ও চাপ দেয়া হয়।
পরবর্তীতে শহীদুল ইসলাম হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন। আদলতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খুরশীদুল আলম।