সিলেট প্রতিনিধি :
দুর্নীতির বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সিলেটে মানববন্ধনের আয়োজন করা হলেও তা শেষ হলো খোশগল্প ও ফটোসেশনের মধ্যদিয়ে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানববন্ধনে অংশ নেয়া সাধারণ মানুষ।
দেশের অন্যান্য স্থানের সিলেটেও আজ মঙ্গলবার দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’- প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
আধা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনটি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ও সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার (অব.) জুবায়ের সিদ্দিকীর খোশগল্প ও ফোটসেশনের মধ্য দিয়েই শেষ হয়। তাই মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ ডিসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বলেন, দুর্নীতি দিবসে র্যালি, মানববন্ধন, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করার মানেই দুর্নীতি সর্ম্পকে মানুষকে সচেতন করা।
মানববন্ধনে অংশ নেয়া আয়শা আক্তার নামের এক কলেজছাত্রী বলেন, ‘দুর্নীতি দিবস উপলক্ষ্যে সিলেটে আমরা আজ দায়সারা কর্মসূচি পালন করেছি। এই কর্মসূচিতে কোন প্রাণ ছিল না। মানববন্ধনে কেউ কোন বক্তব্য রাখেননি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শহীদুল ইসলামও মানববন্ধনে অংশ নিয়ে খোশগল্প করেছেন। তাই এই মানববন্ধন থেকে কেউ কিছু জানতে পারেনি বলে তিনি মনে করেন।’
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, ‘আমি মানববন্ধনের শেষ পর্যায়ে গিয়েছে। তবে মানববন্ধনে কোন অতিথি বক্তব্য দিয়েছেন কি না তা আমার জানা নেই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘মানববন্ধন থেকে নগরীতে র্যালি বের করা হয়েছে। পরে আলোচনা সভাও হয়েছে। আলোচনায় সভায় আমি প্রধান অতিথি ছিলাম। সেখানে আমি বক্তব্য রেখেছি।’
অন্যদের মধ্যে মানববন্ধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এজেড নুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান, ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াছমিন প্রমুখ।
মানববন্ধন শেষে নগরীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। সিলেট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সহযোগিতায় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।