স্পোর্টস ডেস্ক : ধীরে ধীরে জয়ের কক্ষপথ ভালভাবেই ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার সেন্ট ম্যারি স্টেডিয়ামে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের তৃতীয় স্তানে ওঠে এলো ফন গলের শিষ্যরা।
ম্যাচের ১২তম মিনিটে পার্সির গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে আধঘণ্টা পার হতেই সমতায় ফেরে সাউথ্যাম্পটন। এসময় গোল করেন সাউথ্যাম্পটনের গ্রাৎসিয়ানো পেল্লে।
৭১তম মিনিটে ওয়েইন রুনির ফ্রি-কিক থেকে আবারও গোল করেন ইউনাইটেডের ফন পার্সি।
এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। টানা হারে সাউথ্যাম্পটন নেমে গেছে পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছে চেলসি এবং দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানসিটি।