স্পোর্টস ডেস্ক : লংকান স্পিনার সচিত্র সেনানায়েকে ও ন্যিজিল্যান্ডের স্পিনার কেইন উইরিয়ামসন আইসিসির অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও বল করতে পারবেন এই দুই ক্রিকেট তারকা।
এবছর জুলাইয়ে নিষিদ্ধ হন সেনানায়েকে। তারপর থেকেই পুনর্বাসনের কাজ করে যাচ্ছিলেন লংকান স্পিনার। অ্যাকশন শুধনে নেওয়ার পর গত মাসে চেন্নাইয়ে আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষা দেন তিনি। আর তাতেই মিলে সবুজ সংকেত। তাই বিশ্বকাপের আগেই দলে ফেরার সুযোগ সৃষ্টি হলো সেনানায়েকের।
নিউজিল্যান্ডের পার্টটাইম স্পিনার উইরিয়ামসনও নিষিদ্ধ হয়েছিলেন জুলাইয়ে। চেন্নাইয়ে আইসিসির বোলিং অ্যাকশন পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন তিনিও। পরীক্ষায় ১৫ ডিগ্রি এর মধ্যেই ছিল তার কনুইয়ের বাঁক। ফলে বৈধতা পেয়েছেন তিনিও।
ফলে আন্তর্জাতিক ম্যাচে বোলিং করার অনুমতি মিলেছে এই দুই তারকা স্পিনারের। ফলে পরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে বল করতে পারবেন উইরিয়ামসন।