বিনোদন ডেস্ক : ১২ ডিসেম্বর থেকে অনুষ্ঠিতব্য ক্যারেলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি পিঁপড়াবিদ্যা। প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ১৪টি ছবি লড়াই করবে প্রতিযোগিতার শীর্ষ পুরস্কার স্বর্ণ চক্রমের জন্য। স্বর্ণ চক্রম বিজয়ী ছবি ট্রফির পাশাপাশি পাবেন ১৫ লাখ রুপির অর্থ পুরস্কার। এছাড়া আরো রয়েছে রজত চক্রম, নেটপ্যাক (NETPAC), FIPRESCI পুরস্কার।
প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ছবির মধ্যে ২টি ইরানের, ৪টি ভারতের, মরোক্ক’র ২টি, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, জাপান ও বাংলাদেশের ১ টি করে ছবি রয়েছে।
১৯ ডিসেম্বর উৎসবের সমাপনি দিনে ঘোষণা করা হবে বিজয়ী ছবির নাম। উৎসবে যোগ দিতে ১৫ ডিসেম্বর ছবির পরিচালক ও অভিনেতা নূর ইমরান মিঠু ক্যারেলা যাচ্ছেন। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হতে পেরে পরিচালক ফারুকী খুব খুশী। তিনি বলেন- ‘ভারতের এই চলচ্চিত্র উৎসবের দিকে আমার নজর দীর্ঘ দিন ধরেই। গতবছর আমি আশা করেছিলাম টেলিভিশন ছবিটি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হবে কিন্তু ছবিটি ওয়ার্ল্ড সিনেমা সেকশনে নির্বাচিত হয়।’
এদিকে ৯ ডিসেম্বর সকালে মোস্তফা সরয়ার ফারুকী ভারতে গেছেন গোহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্ভোধন করতে। সেখান থেকে দেশে ফিরে ১২ ডিসেম্বর তিনি সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। সেখানে প্রতিযোগিতা বিভাগে স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়ছে পিঁপড়াবিদ্যা। ১২ ডিসেম্বর রাত ৯টায় ‘দ্যা প্রজেক্টর’-এ প্রদর্শীত হবে পিঁপড়াবিদ্যা। সেখানে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নূর ইমরান মিঠু উপস্থিত থাকবেন । আর ১৩ ডিসেম্বর ম্যারিনা স্যান বে -তে রেড কার্পেটের উপর অনুষ্ঠিত হবে ক্লোজিং নাইট, সেখানে ঘোষণা করা হবে স্ক্রিন অ্যাওয়ার্ডে এবারের পুরস্কার প্রাপ্তদের নাম।