বিনোদন ডেস্ক : গত ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হয়েছে ১৩ তম আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির স্মৃতি বক্তৃতা দিতে গতকাল ঢাকায় এসেছেন ভারতীয় চলচ্চিত্র তাত্ত্বিক ও সমালোচক অরুনা বাসুদেব।
তিনি ৯ ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলমগীর কবির মেমোরিয়াল লেকচারে এশিয়ার সাম্প্রতিক চলচ্চিত্রের গতি প্রকৃতি নিয়ে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে উৎসব আয়োজকরা।