ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

উন্নত দেশগুলোতে ধনী-দরিদ্রদের ব্যবধান বাড়ছে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ৯, ২০১৪ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

AMERICA1আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে ধনী ও দরিদ্রদের মধ্যে আর্থিক ব্যবধান বাড়ছে। আর এই অসম আয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। গবেষণা প্রতিষ্ঠান দ্য অরগানাইজেশন ফর ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট (ওইসিডি) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
উন্নত দেশের তালিকাভুক্ত ৩৪টি দেশ ওইসিডির সদস্য। সদস্যদের মোট জাতীয় উৎপাদন তথ্য বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটি আর্থিক বৈষম্যের এ চিত্র তুলে ধরেছে।
ওইসিডি জানায়, যুক্তরাষ্ট্রে ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত অর্থনীতিতে যে বৈষম্য ব্যয় বেড়েছে তা দেশটির জাতীয় উৎপদান ৯ শতাংশ কমেছে। যুক্তরাষ্ট্রে এটি কমেছে ৭ শতাংশ।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, এ তথ্য প্রমাণ করে আর্থিক বৈষম্য বৃদ্ধি অশক্তিশালী ও স্থায়ী অর্থনৈতিক উৎপাদনের জন্য সমস্যা। এর জন্য কেন্দ্রীয় নীতি নির্ধারণী বিতর্ক প্রয়োজন।
ওইসিডির সেক্রেটারি জেনারেল অ্যাঞ্জেল গুর্রিয়া বলেন, যে সব দেশ অনেক আগ থেকে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠায় উৎসাহ দেয় ওই সব দেশগুলোর উৎপাদন বাড়ছে এবং তারা উন্নতি করবে।