আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছিন্নতাবাদের অভিযোগে চীনের সংঘাতপূর্ণ জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের সাত ছাত্রকে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির আদালত এ রায় দেয়।
এর আগে রবিবার আত্মঘাতি বোমা হামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটজনের মৃত্যুদণ্ড দিয়েছিল একই আদালত।
তিন থেকে আট বছর দণ্ড পাওয়া এসব ছাত্ররা উইঘুর বুদ্ধিজীবী ইহাম তোহতির ছাত্র। ইহাম তোহতি এসব ছাত্রদের নিয়ে উইঘুরবিজ ডটনেট নামে একটি ওয়েবসাইট চালাতেন।
চীনা কর্তৃপক্ষের অভিযোগ, ছাত্রদের দিয়ে জোর করে ওয়েবসাইটে কাজ করাতেন তোহতি। ওই সাইটে বিচ্ছিন্নতা উস্কে দেয়ার জন্য তোহতি লেখালেখি করতেন অভিযোগে গত সেপ্টেম্বরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
তোহতির আইনজীবী লি ফ্যানপিং জানান, তিনি ছাত্রদের আইনজীবীদের কাছ থেকে জানতে পেরেছেন তাদেরকে তিন থেকে আট বছর মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। তারা কী অবস্থায় আছে এবং এ রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা জানা যায়নি।