নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন ইসি (ইসি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালাতেও ইভিএম ব্যবহারের বিধান অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত হয় এ বৈঠকে।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ ব্যাপারে বলেন, ‘আমরা আজকের বৈঠকে ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে কবে থেকে তা ব্যবহার করা হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমগুলো ত্রুটিমুক্ত করে রাখতে আইটি সেকসনকে নির্দেশনা দিয়েছেন।’