নিজস্ব প্রতিবেদক :
একজন লিডারকে সব সময় সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। হতে হয় দূরদর্শি ও জ্ঞানী। তবেই সে সমাজের মাঝে নেতৃত্ব দিতে পারে। এই নেতৃত্ব বদলে দিতে পারে ব্যক্তি ও রাষ্ট্রের চেহেরা। মঙ্গলবার স্টেট ইউনিভার্সিটির বিজয় ক্যাম্পাসে নলেজ অ্যান্ড নেটওয়ার্কিং ক্লাবের উদ্যোগে ‘Leadership decision that can change your future’ শীর্ষক একক বক্তৃতা অনুষ্ঠানে ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের গেলর্ড কলেজ অব জার্নালিজম এন্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলান স্টেইন এসব কথা বলেন।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত একক বক্তৃতা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির ব্যবসা ও শিক্ষা বিভাগের ডীন অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজীব সরকার, লেকচারার শেখ জিনাত শারমিন, লেকচারার নূর-ই-মকবুল (ফরচুন) এবং উক্ত বিভাগের শিক্ষার্থীরা।
এলান স্টেইন লিডারশীপের বিভিন্ন গুণাবলী ও ভাল লিডার হবার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বাংলাদেশকে তাঁর দ্বিতীয় মাতৃভূমি বলেও উল্লেখ করেন।